নিখোঁজের এক মাস পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরার

২৪ জুলাই ২০২৫, ১০:০২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৬ PM
মন্দিরা দাস

মন্দিরা দাস © টিডিসি সম্পাদিত

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার এক মাস ছয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাসের (১৬)। এ ঘটনায় মেয়েটির পরিবার অপহরণের অভিযোগে মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। তাদের প্রশ্ন মেয়ে আদৌ বেঁচে আছে কি না!

নিখোঁজ মন্দিরা দাস সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

মন্দিরার বাবা বাসুদেব দাস জানান, দীর্ঘদিন ধরে মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। কয়েকদিন বিরতির পর গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তায় গেলে মন্দিরাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত দীপ্ত অপু।

তিনি বলেন, ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করলেও শুরুতে মামলা গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে ৪ জুলাই সদর থানা অবশেষে মামলা নেয়। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনো মেয়ে উদ্ধার হয়নি।

মন্দিরার মা বিশিখা রানী দাস অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সহায়তা পাইনি। এখন আমরা নিশ্চিত নই, আমাদের মেয়ে আদৌ জীবিত আছে কি না। এক আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের এই নিষ্ক্রিয়তায় আমরা চরম হতাশ। তারা সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, বর্তমানে কাজের চাপ অনেক বেশি। তার পরেও মন্দিরা দাসকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আশা করছি, শিগগিরই তাকে উদ্ধার করতে পারব।

খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫