গরম পানির সঙ্গে মরিচ মিশিয়ে ঝলসে দেওয়া হয়েছিল দুই নারীর শরীর, গ্রেপ্তার ৬

১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী © টিডিসি

নাটোরে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে দুই নারীর শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৩ জুলাই) দুপুর দুইটার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও সেনাবাহিনী তথ্যমতে, গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্বশত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়ার মিশ্রণে শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণে অভিযুক্তদের গতিবিধি নজরদারিতে রাখা হয় এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের তৌহিদুল উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, তার স্ত্রী মোছা. আয়মনা ও ছেলে মো. লালচান এবং মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. শীলা এবং পণ্ডিত গ্রামের রতন আলীর স্ত্রী মোছা. শাকিদা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নাটোর জেলার পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সেনাবাহিনীর সফল অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫