বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

০১ জুন ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে।  

নিহত মোহাব্বত আলী (৬০) বিএনপির একজন কর্মী এবং নাকোবাড়িয়া গ্রামের হবিবার রহমানের ছেলে। সংঘর্ষে আহতরা হলেন- ইউনুস আলী, রেজাউল ইসলাম, তোফাজ্জেল হোসেন, রেফাজুল ইসলাম ও অজ্ঞাত আরও একজন। 

বিষয়টি নিশ্চিত করেছেন  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার (৩১ মে) এক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রবিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৬ জন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহিদুল হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫