ফাইনালে যেতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ AM
বাংলাদেশ যুব ক্রিকেট দল

বাংলাদেশ যুব ক্রিকেট দল © সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ যুব দল। দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে সকাল ১১টায় প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

এর আগের দুই আসরে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে, আট বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান। সর্বশেষ ২০১৭ সালে ফাইনালে উঠে আফগানিস্তানের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল তারা।

‘বি’ গ্রুপে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ২৮৪ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে টপকে যান তারা। ওই ম্যাচে ওপেনার জাওয়াদ আবরার ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন।

পরের ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। এমডি সবুজ নেন ৩ উইকেট, সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। ব্যাট হাতে আবরারের ৭০ রানে সহজ জয় পায় দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটাররা তেমন রান না পেলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলংকাকে ৪৯.১ ওভারে ১৮৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন ৩টি করে উইকেট। তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ চারে আসে পাকিস্তান। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। মালয়েশিয়ার বিপক্ষে ২৯৭ রানের বড় জয় ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জয় পেলেও ভারতের কাছে ৯০ রানে হেরে যায় তারা।

একই সময়ে আইসিসি একাডেমি মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। আগামী ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫