বিয়ে ভাঙার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, জানালেন ভালোবাসা নিয়ে গভীর কথা

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ PM
স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা © ফাইল ছবি

বিয়ে ভাঙার পর প্রথমবার জনসমক্ষে উপস্থিত হলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সংগীতশিল্পী পালাশ মুচ্ছলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি রবিবার ইনস্টাগ্রামে নিশ্চিত করার পর বুধবার তিনি অংশ নেন ‘আমাজন সম্ভব সামিটে’। তবে সেখানে ব্যক্তিগত অধ্যায় নয়, মান্ধানা কথা বললেন তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ক্রিকেটকে ঘিরে গভীর অনুভূতি নিয়ে।

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি সত্য তাকে পরিষ্কারভাবে শিখিয়েছে, ক্রিকেটের চেয়ে তিনি জীবনে আর কিছু বেশি ভালোবাসেন না। মান্ধানার ভাষায়, ‘আমি মনে করি না, ক্রিকেট ছাড়া জীবনে অন্য কিছু এতটা ভালোবাসি। দেশের হয়ে মাঠে নামলে আর কোনো চিন্তাই মাথায় থাকে না। ভারতীয় জার্সি গায়ে দিলে একটাই লক্ষ্য দেশের জন্য ম্যাচ জেতা। দুই বিলিয়ন মানুষের মধ্যে একজন হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করা আপনাকে আলাদা শক্তি দেয়।’

সামিটে তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। গত মাসে ভারতের বিশ্বকাপ জয় তাঁর কাছে শুধু একটি ট্রফি নয়, নারীদের ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত।

ক্রিকেট তাঁকে যে দুটি বড় শিক্ষা দিয়েছে, তা উল্লেখ করে মান্ধানা বলেন, ‘প্রথমত, প্রতিটি ইনিংস শুরু হয় শূন্য থেকে। দ্বিতীয়ত, খেলা সবসময় ব্যক্তির চেয়ে বড়। নিজের জন্য নয়, সতীর্থদের জন্য খেলাটাই আমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে।’

এর আগে বিচ্ছেদ ঘোষণা করার সময় তিনি পরিবারকে সময় দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে জনসমক্ষে তিনি ব্যক্তিগত প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে যান।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫