বিপিএলে আরও এক চমক নোয়াখালীর

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ PM
নোয়াখালী এক্সপ্রেস লোগো

নোয়াখালী এক্সপ্রেস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য অন্যতম শক্তিশালী দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির হয়ে বিপিএলে খেলতে আসছেন মোহাম্মদ নবি। এবার আরেক আফগান তারকাকে দলে টানছে তারা। দলটির হয়ে খেলতে আসছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার জহির খান। 

আন্তর্জাতিক অঙ্গনে এই রিস্ট স্পিনার খুব বেশি পরিচিতি না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। অবশ্য, বিপিএলেও এর আগে খেলেছেন তিনি। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের জার্সিতে তাকে দেখা গিয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে এবারের ঘরোয়া এই টুর্নামেন্টের। তবে আসর শুরুর আগেই আলোচনায় নোয়াখালী। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে ভেড়ায় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাকিস্তানের ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলীকে নিয়ে আরও শক্তিশালী হয় স্কোয়াড।

এ ছাড়া নিলাম থেকেও বেশ ভালো দল সাজায় নোয়াখালী। যেখানে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় তারা। অবশ্য নিলামের আগে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় দলটি।

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তি: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, মোহাম্মদ নবি এবং কুশল মেন্ডিস।

নিলাম থেকে: জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫