আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩০ PM
ফাতিমা সানা

ফাতিমা সানা © সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে কোনো জয় ছাড়াই আসর শেষ করেছে পাকিস্তান। ৭ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে তারা, বাকি তিনটিই বৃষ্টিতে ভেস্তে গেছে। এমন বৃষ্টিবহুল মৌসুমে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

চলমান বিশ্বকাপে বৃষ্টি বাগড়ায় বেশ কয়েকটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। কেবল কলম্বোতেই পাঁচটি ম্যাচে ফলাফল আসেনি। যার অন্যতম ভুক্তভোগী পাকিস্তান ও শ্রীলঙ্কা। মূলত শুক্রবার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়াতেই হতাশা প্রকাশ করেন ফাতিমা।

তিনি বলেন, ‘আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা ৪ বছর অপেক্ষা করি। আমার মনে হয়, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।’

কেবল ভাগ্যকেই দুষছেন না এই তরুণ অধিনায়ক। তবে দলীয় পারফরম্যান্স বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করছেন তিনি। ফাতিমা বলেন, ‘আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। যদিও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’

একইসঙ্গে পাকিস্তানের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই আসর থেকে অনেক কিছু শিখেছেন বলে সানার। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।’

বড় নিয়োগ বিজ্ঞপ্তি জেন্টল পার্কে, পদ ২০০, আবেদন এইচএসসি পাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার কবরের পাশে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকারের আরেক নেতা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা খানম থেকে খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্যের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫