দুই ফরমেটেই বাবর, ওয়ানডে-তে রিজওয়ান, নতুন ঘোষণায় শক্তিশালী হয়ে ফিরল পাকিস্তান

২৩ অক্টোবর ২০২৫, ১২:৫১ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © ফাইল ফটো

তারকা ক্রিকেটারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলই প্রোটিয়া সিরিজের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে অংশ নেবে।

ঘোষিত দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের হলেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়ে ছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ পাননি বাবর। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর আবার বাবরের দলে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

শুধু বাবরই নন, পেসার নাসিম শাহও ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। গত এশিয়া কাপে ইনজুরির কারণে তিনি ছিলেন বাইরে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সিপিএলে ২০ উইকেট নেওয়া অফ স্পিনার উসমান তারিক। মূল দলে জায়গা পাননি ফখর জামান ও হারিস রউফ -তারা থাকবেন রিজার্ভে। বাদ পড়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস।

পাকিস্তানের টি–টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক। রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের
পাকিস্তানের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫