আসিফ মাহমুদ ও আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে শুক্রবার (৩০ মে) দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরদিন বিসিবিতে ব্যস্ত সময় কেটেছে তার। আজ (১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদে এসেছিলেন বুলবুল। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, 'প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে, উপদেষ্টা আমাদের ডেকেছেন এখানে। তার যে উদার চিন্তাভাবনা আমাকে অভিভূত করেছে কয়েকটি কারণে। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং তার মতের সঙ্গে আমরা ১০০ শতাংশ একমত। তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্টের জন্য বাংলাদেশ সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ক্ষেত্রগুলোকে নিয়ে যে ইভেন্টগুলো চালু করতে বলেছেন... এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটা চার্টার তৈরি করেছি সেটার সঙ্গে ১০০ ভাগ মিলে গিয়েছে।'
বুলবুল আরও বলেন, 'আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি... আমরা যে চার্টার তৈরি করেছি সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সাহায্য এবং উৎসাহ দিয়ে যাচ্ছে তাতে অবশ্যই খুশি।'
ক্রিকেট নিয়ে বুলবুলের ভাষ্য, 'ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামের একটা ছেলে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে..... উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিগাগে এবং বিভাগীয় পর্যায় থেকে যেন জাতীয় পর্যায়ে আসতে পারে... সেই রাস্তাটা পরিষ্কার করছি। আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাব, তখন অটোমেটিক জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাভেইলেবল ভালো খেলোয়াড় বা হাইপারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।'