‘পরিবর্তন’ চান ক্রীড়া উপদেষ্টা, পদত্যাগ ইস্যুতে ভাবছেন ফারুক

২৯ মে ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৮:৪৯ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির পদে আসীন হন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানান সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি।

গুঞ্জন ছিল, ফারুককে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে বসাতে চায় সরকার। শেষমেশ সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে। আগামী ৩১ মে বিসিবির আসন্ন জরুরি বোর্ড মিটিংয়ের আগেই নতুন কাউকে এই পদে দেখার জোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই গতকাল (২৯ মে) ফারুককে ডেকে নিয়ে নিজেদের ইচ্ছার কথাই জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠক প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর ‘কন্টিনিউ’ করাতে চান না তারা ।’ এছাড়া নিজের ভাবনা প্রসঙ্গে ফারুক বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’

এদিকে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়ার জোর সম্ভাবনা আছে। অবশ্য এজন্য বেশ কিছু ধাপের মধ্য দিয়ে যেতে হবে তাকে। সরকারের পক্ষ থেকে এনএসসির প্রতিনিধি হিসেবে প্রথমে তাকে পরিচালক করা হবে। এরপর নিয়ম অনুযায়ী, পরিচালকদের ভোটেই সভাপতি নির্বাচিত হবেন তিনি।

তবে এখানেও বেশ কিছু শর্ত রয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচনের মধ্যে দিয়েই তার দায়িত্ব শেষ হবে। আর আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না তিনি।

এসব শর্ত জেনে-বুঝেই প্রস্তাবে সায় দিয়েছেন আমিনুল। তিনি এ-ও বলেছেন, যে দায়িত্বই নেন না কেন, হয়তো খুব বেশি দিনের জন্য নিতে পারবেন না তিনি।

সরকারের পরোক্ষ হস্তক্ষেপ হলেও বিসিবির গঠনতন্ত্রে অনুমোদিত এবং সেটা আইসিসি থেকেও স্বীকৃত। তাই বিষয়টি নিয়ে কোনভাবেই প্রশ্ন তোলার সুযোগ থাকছে না। তবে আগামী ৩১ মে (শনিবার) বোর্ড সভাতেই সবটা পরিষ্কার হতে পারে, এর কারণে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫