চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁল

০১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ PM
ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা © সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন। এ নিয়ে গত ৯ মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০-তে, আর আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৩২ জন।

আজ বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিহত দুজনই নারী। এর মধ্যে একজন রাজধানীর খিলগাঁওয়ের বাস করতেন, অপরজন মুন্সীগঞ্জের মোলাকান্দি উপজেলার বাসিন্দা। তারা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বরিশাল বিভাগে ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে চট্টগ্রামে ৬০, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০০, ময়মনসিংহে ২৮ এবং রাজশাহীতে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬৪ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এর মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন। ওই সময়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫