পাগলা মসজিদের দানবাক্সে ওসমান হাদিকে নিয়ে চিরকুট!

 

 

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ AM
পাগলা মসজিদে ওসমান হাদিকে নিয়ে চিরকুট

পাগলা মসজিদে ওসমান হাদিকে নিয়ে চিরকুট © সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে নগদ ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। তিন মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।

টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি এবার দানবাক্সে পাওয়া একটি বিশেষ চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যাতে লেখা ছিল,  ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

জেলা প্রশাসক আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের আস্থার জায়গা। এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে যা গণনার কাজে ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। তিনি আরও জানান, এই দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট দানবাক্সগুলো খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। প্রতিবারের মতো এবারও নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রাও জমা পড়েছে দানবাক্সে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫