শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ PM
ওসমান হাদির খুনিদের দাফনের পর শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর সন্ধ্যার পরে ছেড়ে যান ছাত্র-জনতা

ওসমান হাদির খুনিদের দাফনের পর শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর সন্ধ্যার পরে ছেড়ে যান ছাত্র-জনতা © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরঘুমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। হাদি হত্যার খুনিদের বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদিকে দাফনের পর খুনিদের বিচার দাবিতে অবস্থান নেন হাজার হাজার ছাত্র-জনতা, দেন নানা স্লোগান। পরে সন্ধ্যা ৬টার পর শাহবাগ এলাকা ছেড়ে যান তারা। 

সরেজমিনে দেখা গেছে, ওসমান হাদির সমাধিস্থলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। শাহবাগ থানার সামনে পুলিশ ও সেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে রেখেছে। 

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।  জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। 

আরও পড়ুন : জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। 

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫