ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে ৬ ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ AM
মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট

মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট © সংগৃহীত

ওসমান হাদির হত্যার বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্র-জনতা টানা ছয় ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত শনির আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় এ ব্লকেড কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। চালক ও যাত্রীদের বারবার অনুরোধ সত্ত্বেও তারা অবরোধ তুলে নেননি।

তবে মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয় বলে জানান আন্দোলনকারীরা। অসুস্থ রোগী বহনকারী যানবাহন প্রয়োজন অনুযায়ী দ্রুত পার করে দেওয়া হয়েছে।

অবরোধের ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫