শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত, এখনো উদ্ধার সম্ভব হয়নি

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ AM
শিশু সাজিদকে উদ্ধারে গর্ত

শিশু সাজিদকে উদ্ধারে গর্ত © সংগৃহীত

রাজশাহীতে গর্তে পরে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধারে রাতভর আপ্রাণ চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সবশেষ খবর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে উদ্ধার পরিকল্পনা অনুযায়ী, যেখানে সাজিদ পড়েছে সেই গর্তের পাশে রাতভর তিনটি এক্সকেভেটরের মাধ্যমে পুকুর খননের মতো ৪০ ফুট গভীর গর্ত তৈরি করা হয়েছে। তবে এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি শিশুটির।

তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, শিশুটি যে গর্তে পড়েছিল, আমরা সেই গর্তে ক্যামেরা ফেলেছিলাম। কিন্তু ৩৫ ফুট যাওয়ার ক্যামেরা আটকে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিল। অসাধারণতা বসত ওই গর্তে মাটি এবং খরকুটা পড়ে যায়। ফলে ক্যামেরার মাধ্যমে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যেহেতু ক্যামেরা ৩৫ ফুট মাটির নিচে গিয়ে আটকে গেছে, সেহেতু আমাদের ধারণা তার নিচেই শিশুটির অবস্থান। এজন্য রাতভর তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৪০ ফুট গভীর গর্ত করা হয়েছে। আর কিছু সময়ের মধ্যে যে গর্তটি করা হয়েছে সেটি দিয়ে সুড়ঙ্গ করে শিশুটির সন্ধান করতে পারব।

রাজশাহীর তানোরে মা রুনা খাতুনের সঙ্গে মাঠে খেলতে গিয়ে দুই বছরের শিশু সাজিদ একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের রাকিবের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য এই গর্ত খনন করেছিলেন। পানি না মেলায় কাজটি বন্ধ হয়ে যায় এবং গর্তটি বিপজ্জনকভাবে খোলা অবস্থায় রয়ে যায়। আজ সেই অবহেলাই শিশুটিকে বিপদের মুখে ফেলেছে।

মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অসুস্থ হওয়ায় দুই শিশুকে রাস্তায় ফেলে গেলেন মা-বাবা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
যোগ্য প্রার্থীর খোঁজে নিজেকে সরিয়ে নেওয়া নাছেরকে ‘জোর করে’ …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫