ইসলামী দলের প্রার্থী ফ্যাসিবাদী হাসিনার মতো করে কথা বলেন: এ্যানি

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি বিশেষ ইসলামী দলের প্রার্থী খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছেন। তিনি অপব্যাখা দিয়েছেন, অপপ্রচার করেছেন। 

তিনি বলেন, ‘বিএনপির অনেক নেতা-নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনি দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে লক্ষ্মীপুরবাসীর কাছে ক্ষমা চান। ওই ইসলামী দলের প্রার্থী ফ্যাসিবাদী হাসিনার মতো করে কথা বলেন, দোসরের মতো করে কথা বলেছেন।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘সারাদেশে খালেদা জিয়া সম্মানিত, সারা পৃথিবীতে খালেদা জিয়া সম্মানিত, আন্তর্জাতিকভাবে খালেদা জিয়া সম্মানিত। আপনার নেতা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, আর আপনি লক্ষ্মীপুরে মাঠে-ঘাটে অপপ্রচার করছেন বিএনপি নেতারা এতিমের টাকা মেরে খান।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের নামে ইসলাম দিয়ে ইসলামের ব্যবসায় নেমেছে একটি দল। এসব থেকে বের হয়ে এসে মানুষের পাশে দাড়ান। রাজনীতি করে মানুষের সেবা করেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫