সীমান্তে ঢুকে ৫ গরু নিয়ে গেল বিএসএফ, পতাকা বৈঠকে ফেরত

০৯ নভেম্বর ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ PM
সীমান্তে ঢুকে ৫টি গরু নিয়ে গেল বিএসএফ

সীমান্তে ঢুকে ৫টি গরু নিয়ে গেল বিএসএফ © ফাইল ছবি

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে স্থানীয়দের ৫টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার একদিন পর রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেবনগরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ। 

এর আগে গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গরুগুলো নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পশ্চিম রাঙ্গামাটিয়া সীমান্তবর্তী গ্রামের কৃষকরা গরুগুলো মাঠে চরতে ছেড়ে দেন। বিকেলের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেনী সীমান্তে প্রবেশ করে গরুগুলো ধরে নিয়ে যায়। পরে কৃষকরা গরুগুলো ঘরে আনতে গিয়ে না পেয়ে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবারবাজার বিওপিতে জানান। তবে বিজিবি জানায়, গরুগুলো সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফ সেগুলো ধরে নিয়ে গেছে।

পশ্চিম রাঙ্গামটিয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান বলেন, সন্ধ্যার দিকে গরুগুলোকে বিএসএফ ধরে নিয়ে যায়। এর মধ্যে মো. মোস্তফার ১টি, ইদু মিয়ার ২টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গরুগুলো আটক করে। আজ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, একটি চক্র ভারত থেকে গরু চোরাচালানের উদ্দেশ্যে গরুগুলো শূন্যরেখায় ছেড়ে দেয়, যাতে সুযোগ পেলে সেগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়।তবে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫