বঙ্গোপসাগরে জেলের জালে ধরা সাড়ে ২১ কেজির বিরল ‘কালো পোয়া’ মাছ

জেলের জালে ধরা কালো পোয়া

জেলের জালে ধরা কালো পোয়া © টিডিসি ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২১ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ‘কালো পোয়া’ মাছ। স্থানীয়ভাবে কেউ একে ‘দাঁতিনা’, আবার কেউ ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে চেনে। শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিশ আড়তে আনা হলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা গেছে, তিন দিন আগে ‘এফবি ভাই ভাই’ নামের একটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল আকৃতির কালো পোয়া মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় আকারের মাছ জেলেদের জালে ওঠে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফয়সাল ফিশ আড়তের মো. রাজু বলেন, ‘মাছটি আড়তে তোলার পর ডাকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। মাছটির এয়ার ব্লাডার (বায়ু থলি) অত্যন্ত দামি হওয়ায় আমরা বেশি দামের আশায় এটি চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহিপুর বন্দরে এত বড় দাঁতিনা মাছ বহুদিন দেখিনি। খবর শুনেই দেখতে এসেছি। এক লাখ টাকার ডাক উঠেছে, এটা সত্যিই বিস্ময়কর।’

ইকোফিশ বাংলাদেশ-এর গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া একটি বিরল সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরের কাদামাটি বা বালুময় তলদেশে এদের বসবাস। সাধারণত এরা ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং ১০ থেকে ২৫ কেজি পর্যন্ত ওজনের হয়, তবে ৫০ কেজির বেশি ওজনেরও নজির রয়েছে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের খবর। মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামি হওয়ায় একে ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’ও বলা হয়। জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।’

আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ,…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, আরও আলোচনা বাকি আছে: মঞ্জু
  • ২৯ ডিসেম্বর ২০২৫