আজ থেকে শুরু গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘কিচ্ছা উৎসব’

০৮ নভেম্বর ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৩ PM
গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসবে

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসবে © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসব। চলবে সকাল ১০ টা হতে রাত ব্যাপী। আয়োজনে রয়েছেন কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সর্বস্বর। 

গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম ধারা কিচ্ছা গানের ঐতিহ্যকে ধরে রাখতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বয়াতী শিল্পীরা দিনরাত কিচ্ছা গান পরিবেশন করবেন। তাদের মধ্যে রয়েছেন খ্যাতনামা পালা ও কিচ্ছা গায়ক কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী,  দিলু বয়াতী, আশিক বয়াতীসহ আরও অনেকেই। দিনরাতব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে নৈতিকতা, মানবতা ও সমাজজীবনের গল্পভিত্তিক কিচ্ছা গান ও পালাগান।

উৎসবের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গবেষক ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, লোকসংস্কৃতি আমাদের শেকড়ের পরিচয় বহন করে। কিচ্ছা গান শুধু বিনোদন নয়, এটি নৈতিক ও সামাজিক শিক্ষারও উৎস।

উৎসবে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিল্পী ও বিপুলসংখ্যক দর্শক অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। 

উৎসবের অন্যতম আয়োজক সর্বস্বর সম্পাদক আবুল কালাম আল আজাদ বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম শিকড় কিচ্ছা পালা নিয়ে প্রথম বৃহত্তর আয়োজন কেন্দুয়াতে। যে উৎসব সকলের হৃদয় নাড়িয়ে দিবে। প্রতি বছর এ আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫