দেশকে মালয়েশিয়া-সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে নিতে চাই: রেজাউল করিম

০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ রেজাউল করিম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ রেজাউল করিম © টিডিসি

ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যে দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকেও অতিক্রম করবে। আমাদের ভিত্তি হবে সততা, নীতি ও মেধা। রাজনীতিবিদরা দুর্নীতি না করলে আমলারাও দুর্নীতি করতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম বলেন, ‘জামায়াতে ইসলামীর বর্তমান যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আমরা দুর্নীতিকে না বলতে চাই। যদি জাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবে বাংলাদেশের সব সমস্যা পাঁচ বছরের মধ্যেই সমাধান করা সম্ভব। চাঁদাবাজি বন্ধ করতে হবে, বড় ভাই সংস্কৃতি বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা প্রমাণ করেছে, মেধাই সবকিছুর ওপরে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি আল-আমিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।

কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫