নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের সোহেলের ছেলে আরিয়ান (৫) এবং তারার মেয়ে তাসনিম (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিয়ান ও তাসনিম বাড়ির পাশেই খেলতে বের হয়। কিছুক্ষণ পর তারা নবগঙ্গা নদীর ঘাটের দিকে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নিহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

স্থানীয় রহিম মন্ডল বলেন, নদীর পাড়ে কোনো সুরক্ষা বেড়া বা সতর্কীকরণ ব্যবস্থা নেই। শিশুরা প্রায়ই খেলতে এসে পানির ধারে নামে। এমন দুর্ঘটনা না ঘটলে কেউ গুরুত্ব দেয় না।

ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫