টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবার পথে প্রাণ হারালেন জবির সাবেক শিক্ষার্থী ও তার মেয়ে

২৪ অক্টোবর ২০২৫, ০২:৩১ PM
দুর্ঘটনা কবলিত গাড়ি

দুর্ঘটনা কবলিত গাড়ি © সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাবার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও তার মেয়ে। নিহত ওই শিক্ষার্থী জবির হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর নাম মনজুরা আক্তার (৩৭)। দুর্ঘটনায় তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকাও (১০) মারা যায়। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। তাঁরা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে ছিলেন। পথে শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা।

এ ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী বাসটি খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়ে নিহত দুজনের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন।’

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫