এইচএসসি পরীক্ষা 

রাজবাড়ীতে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি

১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ PM
এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করা চার শিক্ষা প্রতিষ্ঠান

এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করা চার শিক্ষা প্রতিষ্ঠান © টিডিসি

রাজবাড়ীতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় হতাশাজনক ফলাফল দেখা গেছে। জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন শিক্ষার্থীও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।

রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, ‘আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তারা সবাই ছিল অনিয়মিত। এবার ৮ জনই ফেল করেছে।’

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, ‘আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই পরীক্ষায় ফেল করেছে।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, ‘এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ৭ জনই ফেল করেছে।’

গোয়ালন্দের আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, ‘আমার কলেজ থেকে এ বছর নিয়মিন ও অনিয়মিত মিলিয়ে ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।’

আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ,…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, আরও আলোচনা বাকি আছে: মঞ্জু
  • ২৯ ডিসেম্বর ২০২৫