ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রামগঞ্জে মানববন্ধন

০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৯ PM
অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন

অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও আমানতের প্রতীক ছিল। কিন্তু কিছু মাফিয়া চক্র ও লুটেরা গোষ্ঠী ব্যাংকটি নিজেদের স্বার্থে ব্যবহার করে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করেছে। অবৈধভাবে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে। বক্তারা এসব কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও ব্যাংকের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাবাজার এজেন্ট মালিক জনাব রফিক উল্লাহ, রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ ইউসুফ, এবং পানপাড়া এজেন্ট মালিক নাজমুল হাসান শরিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য মোঃ রাসেল। বক্তারা আরও জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫