শেরপুরে পাহাড়ি ঢলে দুই কিশোরের করুণ মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ AM
নিহত দুই কিশোর

নিহত দুই কিশোর © সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলের দুই কিশোরের মৃত্যু হয়েছে। শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে উপজেলার পৃথক ঘটনায় পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে তারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নালিতাবাড়ীতে ভেসে যাওয়া হুমায়ুনের (১০) লাশ রাতেই উদ্ধার করা হলেও ঝিনাইগাতীতে ভেসে যাওয়া ইসমাইলের (১৭) লাশ উদ্ধার হয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে।

নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে ও বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুমায়ুন বৃহস্পতিবার দুপুরে চেল্লাখালি নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত ৯টার দিকে বুরুঙ্গা ব্রিজের ৩০০ মিটার ভাটিতে কলমি জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিল।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকায় মহারশি নদীতে গাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় ইসমাইল হোসেন। সে ডাকাবর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে পূর্ব ব্রীজপাড় এলাকার ধান ক্ষেতে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীন।

দুই কিশোরের করুণ মৃত্যুর ঘটনায় নালিতাবাড়ী ও ঝিনাইগাতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে প্রতি বছরই এভাবে প্রাণহানি ঘটছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

 

ট্যাগ: শেরপুর
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫