টেকনাফে ৪৪ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ PM
ইয়াবাসহ গ্রেপ্তার দুজন

ইয়াবাসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ৪৪ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার গাড়িও জব্দ করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুহাম্মদ ইয়াসিন ও রহমত আলী।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবির একটি টহল দল পর্যটক মোড়-সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি-সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। 

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়ির ভেতরে তল্লাশি শুরু করেন। তল্লাশির পর প্রাইভেটকারের ভেতরে ২টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক মনে হলে গ্যাস সেটি স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হলে তার ভেতরে অভিনব কায়দায় রাখা ৪৪ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫