শেরপুর সীমান্তে পুশইন: ২১ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে পাঠাল প্রশাসন

২৬ জুলাই ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
আটক রোহিঙ্গারা

আটক রোহিঙ্গারা © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশইনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করা ২১ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে প্রশাসন।

বিজিবির ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের হাতিপাগার বিওপির সদস্যরা বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে নাকুগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করেন। পরে তাদের স্থানীয় নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, থানায় হস্তান্তরের পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিজিবি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২১ জন রোহিঙ্গাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গারা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। পরবর্তী সময়ে তারা ক্যাম্প থেকে পালিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে। আটক অবস্থায় তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় দিলে বিএসএফ তাদের মেঘালয়ের ডালু সীমান্তে কিল্লাপাড়া ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকে বৃহস্পতিবার রাতের শেষভাগে শেরপুরের নাকুগাঁও সীমান্তের ৩ নম্বর গেট দিয়ে পুশ-ইন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পরবর্তী সময়ে বিজিবি সদস্যদের নজরে পড়লে তারা রোহিঙ্গাদের আটক করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণে প্রশাসনের মাধ্যমে ক্যাম্পে পাঠানো হয়।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫