পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৩ জুন ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  শাহীন হাওলাদার গ্রেপ্তার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদার গ্রেপ্তার © টিডিসি

পিরোজপুরে দুই হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর পৌরসভাধীন হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদার (৩৬) সদর উপজেলার ভান্ডারিয়া থানার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের পুত্র। পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

জেলা ডিবি পুলিশের সূত্র জানা গেছে, এসআই (নিরস্ত্র) রবীন রহমান এবং তাঁর সহযোগী দল নিয়ে ইয়াবাসহ শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য অনুসন্ধান চালিয়ে আসছিল এবং অবশেষে সোমবার রাতের অভিযান সফল হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। 

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক বিরোধী অভিযানে পুলিশ সংকল্পবদ্ধ এবং সমাজে মাদকদ্রব্যের বিস্তার রোধে অব্যাহত থাকবে বলে জানান। 

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫