ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

২৫ মে ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১২:৪২ PM
সীমান্তে বিএসএফ সদস্যের টহল

সীমান্তে বিএসএফ সদস্যের টহল © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কসবা খাদলা ক্যাম্প এলাকার শ্যামপুর গ্রামের বাসিন্দা শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: ডুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ মে

সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঈদ সামনে রেখে ভারতীয় গরু, মসলা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বেড়েছে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান চালালেও চোরাকারবারিদের তৎপরতা থামানো যাচ্ছে না।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে টহল জোরদার এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।’

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫