এক যুগেও কোরবানির মাংস জোটেনি এই গ্রামের মানুষদের

২৩ মে ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩৮ AM
গুচ্ছগ্রামের বাসিন্দা

গুচ্ছগ্রামের বাসিন্দা © টিডিসি

দীর্ঘ এক যুগেও কোরবানির মাংসের স্বাদ পাননি একটি গ্রামের ৩০ টি পরিবার। অবিশ্বাস্য এই ঘটনাটি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের। গ্রামটিতে ৩০টি পরিবার বাস করে। 

জানা গেছে, গোমড়া গ্রামের আরেক নাম ভূমিহীন পাড়া। ছিন্নমূল মানুষের পুনর্বাসনে ২০১২ সালে বৈদেশিক সাহায্যে গড়ে তোলা হয় গুচ্ছগ্রামটি। সেখানে ৩০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। কিন্তু জীবিকা নির্বাহের জন্য সরকারি কোনো সহায়তার উদ্যোগ নেওয়া হয়নি। বাড়ির আঙিনায় সবজি চাষ ও দিনমজুরি করেই কোনো রকমে তাদের দিন চলে। কোরবানি দেওয়ার সামর্থ্য তাদের নেই। 

গুচ্ছগ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা আঙ্গুরি বেগম (৭০) জানান,  দিনমজুরের কাজ করে তর সংসার চলে। দুই ছেলে ও চার মেয়ের বিয়ে হয়ে গেছে। বয়স্ক হলেও এখনো তাকে কাজ করে খেতে হয়। গুচ্ছগ্রামে মাথা গোঁজার ঠাঁই মিললেও এখনো জোটেনি সরকারি কোনো বয়স্ক বা বিধবা ভাতা, কিংবা অন্য কোনো সহায়তা। পুরো গ্রামের অবস্থা একই রকম। 

গ্রামের সাধারণ সম্পাদক আলী জানান, এখানে বসবাস শুরুর পর দীর্ঘ এক যুগেও তাদের ভাগ্যে জোটেনি কোরবানির মাংস। গত বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির মাংস দেওয়ার কথা বলে পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও তারা কিছুই পাননি।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখব।’

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫