নর্দার্ন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাবের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২ জুলাই ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM
ফুটবল প্রতিযোগিতা ‘ফুটসাল ৫.০’

ফুটবল প্রতিযোগিতা ‘ফুটসাল ৫.০’ © টিডিসি

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ‘ফুটসাল ৫.০’। সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় বিভাগের বিভিন্ন সেমিস্টারের মোট ১২টি দল। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং খেলোয়াড়দের পাশাপাশি বিভাগের কয়েকজন শিক্ষকও অংশগ্রহণ করেন, যা আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

ফাইনাল ম্যাচে ‘স্লাইড কন্ট্রোল’ দল ২-১ গোলে ‘টেক্সটাইল উইজার্ড’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি ধারাবাহিক ভালো খেলে এবং ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে।

বিভাগের প্রধান জি. এম. ফয়সাল বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি আয়োজক ক্লাবকেও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

টেক্সটাইল ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, প্রতিযোগিতার মনোভাব ও ক্রীড়াচর্চা গড়ে তোলার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫