রাজবাড়ীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে পাস করেনি কেউ

১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
চার প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

চার প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ © সংগৃহীত

রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চারটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন শিক্ষার্থীও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ , গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।

রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তারা সবাই ছিলো অনিয়মিত। এবার ৮ জনই ফেল করেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই পরীক্ষায় ফেল করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এবার ৭জনই ফেল করেছে।

গোয়ালন্দের আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আমার কলেজ থেকে এ বছর নিয়মিন ও  অনিয়মিত মিলিয়ে ৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

 

 

 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫