কুমিল্লা বোর্ড © সংগৃহীত
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৪৮.৮৬ শতাংশ। পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এসব তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড মোট পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে মেয়ে ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে ৪২ হাজার ৫২ জন। মোট পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৩০,৭০১ জন (পাসের হার ৫৩.৩৭%), আর ছেলেদের মধ্যে পাস করেছে ১৭,৯৫৬ জন (পাসের হার ৪২.৭০%)।
আরও পড়ুন: এইচএসসির বিগত ফলাফলগুলোয় গলদ ছিল: আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি
এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ২,৭০৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১,৭৪৯ জন, এবং ছেলে পরীক্ষার্থী ৯৫৮ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান থেকে এবং ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।