একই দিনে নেওয়া হবে ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি

২৩ জুলাই ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪০ AM
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার © সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। এ সময় তিনি বলেন ‘২২ এবং ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। যেদিন এই পরীক্ষা নেওয়া হবে, সেদিন সকাল ও বিকেলে যথাক্রমে ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে এই পরীক্ষা নেওয়া হবে, তা খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে ভয়াবহ প্রাণহানি ও আহতের ঘটনা। এই ঘটনায় সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর মাইলস্টোনের একাডেমিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও স্টাফ আহত হয়েছেন।

সামরিক এই দুর্ঘটনায় গভীর শোক ও জাতীয় স্তরে প্রতিক্রিয়ার অংশ হিসেবে ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় এবং গতকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করে সরকার।

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫