সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

১৬ আগস্ট ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
পরীমণি

পরীমণি © সংগৃহীত

‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ কর। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’

শনিবার (১৬ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে এ সব কথা লেখেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত  চিত্রনায়িকা পরীমণি। 

ওই স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে।’ 

তিনি লেখেন,  ‘আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’

তিনি আরও লেখেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ কর। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’

ট্যাগ: পরীমণি
জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫