চিকিৎসককে মারধর: থানায় জিডি করলেন ভুক্তভোগী

এ কে এম সাজ্জাদ হোসেন
এ কে এম সাজ্জাদ হোসেন  © ফাইল ছবি

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মারধরের শিকারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেন। বুধবার (১০ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে এ সাধারণ ডায়েরি করেন তিনি। 

সাজ্জাদ জানান, ‘সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মারধরের শিকার হন তিনি। তাকে মারধরকারী ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন। তারা নিজেদের ঢাবির শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। চিনতে না পারায় মারধরকারীদের কারও নাম জিডিতে উল্লেখ করেননি সাজ্জাদ।’

সাজ্জাদ আরও জানান, ‘মঙ্গলবার রাতে জিডি করার পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।’ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন সাজ্জাদ।

আরও পড়ুন: চিকিৎসকের কানের পর্দা ফাটালেন ঢাবি শিক্ষার্থী, ভুক্তভোগীর অভিযোগ।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সাজ্জাদ বলেন, ‘মারধরের ফলে এক কানে কম শুনছি। নাক থেকে রক্ত বের হয়েছে এবং দাঁতের মাড়িও কেটে গেছে।’

সাজ্জাদ বলেন, ‘তখন তারা আমার পরিচয় জানতে চায়। আমি আমার পরিচয় দিলে তারা আমার পরিচয়পত্র দেখতে চায়। আমার কাছে পরিচয়পত্র নেই জানালে তারা আমাকে বলে, ‘পরিচয়পত্র নেই কেন? আমাদের কাছে তো পরিচয়পত্র আছে।’ 

তখন আমি বললাম, ‘সবাই কী সবসময় পরিচয়পত্র নিয়ে ঘোরে?’ এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমাকে একজন থাপ্পড় মেরে বসে। এরপর আরো দুই তিন জন এসে আমাকে চড়-থাপ্পর মারা শুরু করে। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এই বিষয়ে ফর্মালি কোন অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ আসলে বিশ্ববিদ্যালয় পরিবারের যদি কেউ হয়ে থাকে তাহলে শক্ত পদক্ষেপ নেয়া হবে।’

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক মারধরের অভিযোগে গতকাল রাতে জিডি করেছেন। আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

অপরদিকে, ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে কর্মবিরতিসহ বিভিন্ন কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।


সর্বশেষ সংবাদ