মধ্যরাতে সড়কে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

নিহত শিক্ষার্থী আবরার রহমান
নিহত শিক্ষার্থী আবরার রহমান   © টিডিসি ফটো

সড়ক দূর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাত ১২টায় মধুপুর-ঢাকা সড়কে মোটরসাইকেল মৃত্যুবরণ করেন তিনি।

নিহত শিক্ষার্থীর নাম আবরার রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা টাঙ্গাইল জেলার মধুপুরের উত্তর আবাসিক এলাকায়।

নিহতের সহপাঠী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আবরার তার আরেক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে মধুপুর থেকে ঢাকা যাচ্চিল। যাওয়ার পথে জামালপুরে একটা গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তারা দুজনে পরে যায়। এতে আবরারের বন্ধু মারাত্মকভাবে আহত হয় আর আবরার পরে যাওয়ার সাথে সাথে ভয়ে সেখানেই স্ট্রোক করে। এ অবস্থায় আবরারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আবরারের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
 
এ বিষয়ে জানতে চাইলে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, আমি বিষয়টি জেনেছি। এমন অকাল মৃত্যু কষ্টদায়ক। আবরারের মৃত্যুতে আমাদের পুরো বিভাগ শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


সর্বশেষ সংবাদ