ছাত্রদের পহেলা বৈশাখের খাবারের টাকা ছাত্রলীগের হাতে দিলেন প্রভোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আগামী ১৪ এপ্রিল ইফতার ও রাতের খাবার দেবে প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আগামী ১৪ এপ্রিল ইফতার ও রাতের খাবার দেবে প্রশাসন  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় পবিত্র রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ইফতার ও রাতের খাবার দেবে প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) এ আয়োজনের তিন লাখ টাকার চেক প্রাধ্যক্ষ হল ছাত্রলীগের দুই নেতার হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

একাধিক আবাসিক শিক্ষক ও ছাত্রলীগের একটি গ্রুপ অভিযোগ করেছে, এসএম হলে নিজের কার্যালয়ে গত রোববার হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকারকে ডাকেন প্রাধ্যক্ষ মো. মজিবুর রহমান। এ সময় তাঁদের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন।

জানা গেছে, সব হলেই খাবারের আয়োজন করছে প্রশাসন। কিন্তু এসএম হলে নিয়ম লঙ্ঘন করে টাকা ছাত্রলীগের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থী ও ছাত্রলীগের এক পক্ষের নেতাদের।

চেক তুলে দেওয়ার সময় উপস্থিত থাকা হলের আবাসিক শিক্ষক আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ বেলাল হোসেন চেক তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘প্রাধ্যক্ষের নেতৃত্বেই খাবারের আয়োজন হচ্ছে। ছাত্রলীগ থাকবে সহযোগী হিসেবে। যেহেতু মান ভালো, তাই আইবিএ ক্যানটিন থেকে খাবার আনাচ্ছি। তাঁদের হাতে চেক দেওয়া হয়েছে শুধু পৌঁছে দেওয়ার জন্য। আয়োজনের দায়িত্ব ছাত্রলীগকে দেওয়া হয়েছে, তা সঠিক নয়।’

আরো পড়ুন: ভর্তি ফি ১ হাজার টাকা কম হচ্ছে, সামনে আরও বাড়বে- ঢাবি ভিসি

এ বিষয়ে এসএম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার গণমাধ্যমকে বলেন, ‘প্রাধ্যক্ষ কোনো চেক দেননি। আমাদের আয়োজনের শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কেন চেক দেবে? আমরা কি প্রাধ্যক্ষ, না আবাসিক শিক্ষক? আবাসিক শিক্ষক কী বলেছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।’

এসএম হলের প্রাধ্যক্ষ মো. মজিবুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমাদের আবাসিক শিক্ষক মুহাম্মদ বেলাল হোসেনের তত্ত্বাবধানে সবকিছু চলছে। বেলালের অনুমোদন ছাড়া কোনো অর্থ ছাড় হবে না। আমি তাঁদের হাতে কোনো টাকা দিইনি। টাকা তুলে দেওয়া আমার কাজ নয়। বেলাল হয়তো সব গুছিয়ে বলতে পারেননি।’


সর্বশেষ সংবাদ