রনির অনশন ভাঙালেন ঢাবি ভিসি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৮:০০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২২, ০৮:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নে ছয় দফা দাবিতে অনশন শুরু করা শিক্ষার্থী মহিউদ্দীন রনিকে পানি পান করিয়ে অনশন ভাঙিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রনিকে দেখতে গিয়ে দীর্ঘ ৭৭ ঘণ্টা পর ডাবের পানি পান করিয়ে তার অনশন ভাঙান।
এসময় উপাচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাবির মেডিকেল সেন্টারে অব্যবস্থাপনা, একক অনশনে শিক্ষার্থী
রনির দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাবি ভিসি বলেন, ইতোমধ্যেই কিছু দাবির বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আর আধুনিক সুযোগ সুবিধা সম্বোলিত নতুন একটি ভবন দুই বছরের মধ্যেই নির্মাণ করা হবে। এসময় তিনি রনির ভালো কোনো হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।
এর আগে গত শনিবার (০৯ এপ্রিল) দুপুরে মেডিকেল সেন্টারের তৃতীয় তলায় ৬ দফা দাবিতে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি তার পায়ের অসুস্থতা নিয়ে মেডিকেল সেন্টারের ভর্তি হতে উপযুক্ত সেবা না পেয়ে অনশন শুরু করেন।
আরও পড়ুন: রনির সঙ্গে একাত্মতা ঢাবি ছাত্রলীগের, দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান
তার দাবিগুলো ছিল- মেডিকেল সেন্টারের প্রবেশ পথে তথ্য কেন্দ্র স্থাপন করতে হবে; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট, র্যাম্প, হুইল চেয়ার ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ প্রদান করতে হবে; মেয়ে শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন শারীরিক সমস্যার সকল চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান করতে হবে।
গতকাল রবিবার রনিকে দেখতে গিয়ে তার দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও।এসম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রনির দাবিগুলো দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান।