ছাত্রাবাসে গোখরা সাপ ধরলেন রাবি শিক্ষার্থী

সাপ
সাপ  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস থেকে খৈয়া গোখিরা সাপ ধরেরছেন এক শিক্ষার্থী। পরে লোকালয় থেকে অনেক দূরে সাপটি অবমুক্ত করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ছাত্রাবাস থেকে সাপটি উদ্ধার করেছে ডিপ ইকোলজি ও রেসকিউ ফাউন্ডেশন ও রেসকিউয়ার মিজানুর রহমান।

তিনি জানান, গতকাল রাত ১২টার দিকে সাপ উদ্ধারে ফোন পাই। সাপটি ওই মেসের এক পরিত্যক্ত রুমে সাপটি ছিল। পরে সেটি ধরে লোকালয় থেকে অনেক দূরে ছেড়ে দেওয়া হয়।  সাপ রেসকিউ কাজে আমাকে সংহযোগিতা করেছেন দীপ ইকোলজি ও রেসকিউ ফাউন্ডেশনের রাবি উইংয়ের কর্মী আহসান জামান।

তিনি আরও বলেন, সাপটি সম্ভবত প্রচন্ড গরমের কারণে এখানে এসে আশ্রয় নিয়েছে। এটা স্বাভাবিক বিষয়। প্রতিটি প্রাণীই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখাএ জন্য জরুরি। সেজন্য কেউ সাপ দেখলে সেটি না মেরে আমাদের খবর দেওয়ার অনুরোধ করছি।

 


সর্বশেষ সংবাদ