রাবিতে ইংলিশ স্পিকিং ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

ইংলিশ স্পিকিং ক্লাবের নবীন বরণ
ইংলিশ স্পিকিং ক্লাবের নবীন বরণ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের গ্যালারিতে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি খোরশেদ আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবেন উপদেষ্টাদ্বয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসাইন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী ইসলাম। এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ।

আরও পড়ুন: প্রশ্নের উত্তর না বলায় পরীক্ষা শেষে বেধড়ক পেটালো বন্ধুরা

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে নবীনদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসাইন বলেন, বর্তমান সময়ে ইংরেজি অনেক গুরুত্ব বহন করছে। চাকরির বাজার থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন। তাই প্রতিযোগীতার এই সময়ে ইংরেজির বিকল্প কিছু নেই৷ ইংলিশ স্পিকিং ক্লাব মূলত শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির একটি মুক্ত প্লাটফর্ম। যেখানে তারা নিজেদের সেই যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি ইংরেজি ভীতি দূর করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন সহকারী অধ্যাপক শিবলী ইসলাম ও সভাপতি মিলন।

অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ প্রায় দুই শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ