রাবি ইংলিশ স্পিকিং ক্লাবের সভাপতি মিলন, সম্পাদক মোখলেস

মিলন ও মোখলেস
মিলন ও মোখলেস  © টিডিসি ফটো

খোরশেদ আলম মিলনকে সভাপতি ও মোখলেসুর রহমানকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাব।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. শিবলী ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হাওয়া আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমেদ, মেহেদী হাসান, রুমানা ইসলাম, সানজিদা সামি, সাংগঠনিক সম্পাদক -মোন্নাফ হোসেন নীরব, সহ.সাংগঠনিক সম্পাদক- আরিফুল ইসলাম, এম কামিল আহমেদ, তারেক মাহমুদ, প্রচার সম্পাদক -রাজু আহমেদ, সহ. প্রচার সম্পাদক -মেশকাতুজ জাহান, মামুনুর রহমান চয়ন।

আরও পড়ুন: ৩ দিন তাবলীগে ছিলেন নিখোঁজ বুয়েট ছাত্র ইফতেখার

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে হিমেল রায়, সহ. কোষাধ্যক্ষ -ইমামুল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক -মো. জনি মিয়া, কারিগরি সম্পাদক -রাকিবুল ইসলাম, সহ. কারিগরি সম্পাদক -আব্দুল হাসিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক -সানজিদা ফারজানা, সহ. সংস্কৃতি বিষয়ক সম্পাদক -আল মাহমুদ সরকার, অফিস সম্পাদক -সজিব দত্ত, এবং সহ. অফিস সম্পাদক -রিফাত রাফি।

উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. শিবলী ইসলাম।

জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি মিলন বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সবাই মেধাবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য গুছিয়ে দু'মিনিট ইংরেজিতে কথা বলতে অনেকে সমস্যার মুখোমুখি হয়। এমনকি নিজের পরিচয় দিতেও তালগোল পাকিয়ে ফেলে৷ অথচ বাংলার পাশাপাশি ইংরেজির গুরুত্ব প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মূলত বর্তমান সময়ে ইংরেজির গুরুত্বের এই ভাবনা থেকেই স্পিকিং ক্লাবের যাত্রা। যারা ইংরেজিতে কথা বলতে চায়, তাদের নিয়েই কাজ করছে এ ক্লাব।


সর্বশেষ সংবাদ