রাবিতে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’ শুরু

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা   © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আট দিনব্যাপী 'বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২' শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও ক্রিয়াশীল, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠনের মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। ২২ ফেব্রুয়রি শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন।

বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ঢাবলু সরকার ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথি প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার সনদ আছে কিনা, দেখবে কে?

ডাবলু সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তাদের সবাই শুধু চাকরির পিছনেই ছুটে, কিন্তু খেলার পিছনে তেমন কাউকে ছুটতে দেখি না। একজন ভালো খেলোড়ার হওয়া যে প্রযোজন তা অনেকেই বুঝে না। জাতির জনক বঙ্গবন্ধু শুধু দেশটাই স্বাধীন করে দিয়েছেন তা নয়, শুধু যে একজন রাজনীতিবীদ ছিলেন তাও নয়, বঙ্গবন্ধু একজন ক্রীড়াশীল ব্যাক্তি ছিলেন, তিনি ভালো ফুটবল খেলতেন, খেলার প্রতি ভালোবাসাও ছিল। তাঁর সন্তান শেখ কামাল ও শেখ জামালও খেলা ভালোবাসতেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও শুধু একজন প্রধানমনত্রী না, তিনি একজন ক্রীড়াবান্ধব নেত্রীও বটে। আমাদের স্বপ্ন যে আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো খেলে প্রদানমন্ত্রীর সান্যিধ্য পাবে। তার হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। আমরা এই স্বপ্ন দেখতে চাই, এবং তোমাদের কাছে এ আহবান রেখছি।

তিনি আরো বলেন, আমরা যেন কেউ হুট করে চিলে কান নিয়ে গেলো, তা শুনে বিশ্ববিদ্যালয়ে কিছু না করে বসি। যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি নষ্ট হয়, আমরা আঘাত পাই। আমরা এরকম কাজ যেন না করি। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কারের জন্য উন্নতমানের মেডেল ও ট্রফি দেয়ার ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এই টুনামেন্টে যারা অংশ গ্রহণ করেছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সব সময় চেয়েছি যে একজন মানুষ পূর্ণাঙ্গভাবে গড়ে উঠুক। আমাদের শিক্ষার্থীদের সব দিকে দখল থাকবে। শুধু শিক্ষায় নয় তারা মানবিক হবে, একজন আদর্শিক খেলোড়ার হবে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠবে, তাহলেই আমাদের আশা সফল হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছে তা গড়ে উঠবে। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: বাড়তি আয়ের জন্য পড়াশোনার পাশাপাশি ডাকাতি

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নবজাগরণ ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাগরিক ছাত্র ঐক্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব।


সর্বশেষ সংবাদ