শিক্ষার্থীদের পদচারণে প্রাণ ফিরল রাবি ক্যাম্পাসে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ AM
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরিস্থিতিতে ৩৩ দিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। এদিন পূর্বঘোষিত অনুযায়ী, সকাল থেকে সব বিভাগে ক্লাস শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সিয়ে ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসে ছিল শিক্ষার্থীদের ভিড়। ক্লাসরুমগুলোতেও ৮০% শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ভাল অনুভূতি হচ্ছে জানিয়ে দর্শন বিভাগের জারিন তাসনিম বলেন, দীর্ঘ একমাস সশরীরে ক্লাস বন্ধ থাকার পর আবার ক্লাসে উপস্থিত হতে পেরে ভালোই লাগছে। তাছাড়া সামনে মাসেই পরীক্ষা, তাই অনলাইনের তুলনায় সশরীরে ক্লাস অনেক বেশি কার্যকরী বলে জানান এই শিক্ষার্থী।
শিক্ষার্থীদের টিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম জানান, আমরা সিটি করপোরেশনের সাথে কথা বলেছি। পূর্বের ন্যায় আবার আমরা বিশ্বিবদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা না পাওয়া শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করব। এটা খুব শীগ্রই শুরু হবে বলে জানান তিনি।
এর আগে, ২০ জানুয়ারি করোনার প্রকোপে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তীতে আরও ১৫ দিন একই সিদ্ধান্ত বহাল রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।