করোনার উর্ধ্বগতিতে স্থগিত জাবির ‘পাখিমেলা ২০২২’
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১২:০২ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২২, ১২:২০ PM
করোনা পরিস্থিতি অবনতির জন্য আগামী ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য 'পাখিমেলা ২০২২' স্থগিত করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) পাখি মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবধরণের জনসমাগম নিষিদ্ধ করার কথা ভাবছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে হলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাখিমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুনঃ বিদেশি শিক্ষার্থী প্রায় দ্বিগুণ বেড়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন, গতকাল রাতে প্রাধ্যক্ষ ও ডীনদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রাধ্যক্ষ ও ডীনেরা জনসমাগম নিষিদ্ধ করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে জোর দেন। আজকে প্রশাসনিক সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে পাখিমেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। করোনাভাইরাসের কারণে গতবছরও পাখিমেলা হয়নি।