ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ৮ নভেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০১:৩৭ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২১, ০১:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘খ’ ইউনিটে মোট আসন ২৩৭৮ টি। আর পাশ করেছেন ৭ হাজার ১২ জন।
ঢাবির ‘খ’ পাশকৃত সকল ছাত্র/ছাত্রীদের ভর্তি শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর বিকাল ৩টা থেকে। শেষ হবে আগামী ১৫ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কে সকল তথ্য জানতে এই লিংকে (https://admission.eis.du.ac.bd) ক্লিক করুন।
গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭,০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন