অচেতন অবস্থায় চবি শিক্ষার্থীকে উদ্ধার, হাতে জখমের চিহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

অচেতন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তার হাতে জখমের চিহ্ন রয়েছে ওই শিক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, সেন্সলেস অবস্থায় এক শিক্ষার্থীর পড়ে থাকার খবর পাই। সেখানে গিয়ে দেখি দুটি মোবাইল ফোন সেট ভাঙা অবস্থায় পাশে পড়ে আছে। তার হাতে জখমের চিহ্ন। তাকে উদ্ধার করে চবি মেডিকেল নিয়ে আসা হয়েছে।

শিক্ষার্থীর বরাত দিয়ে তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে আমাদের জানিয়েছেন ওই শিক্ষার্থী।

চবি মেডিকেল সূত্রে জানা যায়, বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে


সর্বশেষ সংবাদ