লেখাপড়ায় নিয়মিত ও সদাচারণ: বৃত্তি পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী

লেখাপড়ায় নিয়মিত ও সদাচারণ: বৃত্তি পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী
লেখাপড়ায় নিয়মিত ও সদাচারণ: বৃত্তি পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী  © সংগৃহীত

সদাচারণ, নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ার ভালো অবস্থানের কারনে বৃত্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ঢাবিতে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের ছাত্র। সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ।

বৃত্তির জন্য মনোনীত ছয়জনের মধ্যে তিনজনই প্রথমবর্ষ ২০১৯-২০ সেশনের। বাকি দুইজন ২০১৭-২০১৮ সেশনের ও একজন ২০১৬-২০১৭ সেশনের। চারটি ‘বৃত্তি প্রদান ফান্ড’ থেকে ভিন্ন ভিন্নভাবে তাদের এ বৃত্তি দেয়া হয়৷ চারটি ‘বৃত্তি প্রদান ফান্ড’ হল- ড. জালাল আলমগীর স্মৃতি বৃত্তি, প্রফেসর ইমেরিটাস মফিজুদ্দিন আহমেদ-বেগম সুফিয়া আহমেদ বৃত্তি, সেলিমা-এমাজউদ্দীন বৃত্তি-২০২০, দিলিপ দাশ গুপ্ত ও প্রতিমা দাশ গুপ্তা বৃত্তি- ২০২০।

যারা বৃত্তি পেলেন: ড. জালাল আলমগীর স্মৃতি বৃত্তি থেকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী সুমনা আক্তার (রোকেয়া হল) ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি.এস.এস (সম্মান) চতুর্থ বর্ষের (২০১৬-২০১৭) শিক্ষার্থী জয়া আক্তার, (কুয়েত মৈত্রী হল)। বৃত্তির পুরস্কার হিসেবে এরা এককালীন ২০ হাজার টাকা করে পাবেন। প্রফেসর ইমেরিটাস মফিজুদ্দিন আহমেদ-বেগম সুফিয়া আহমেদ বৃত্তি থেকে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আল আমীন হোসেন (ফজলুল হক মুসলিম হল)। বৃত্তি হিসেবে তাকে এককালীন ১২ হাজার টাকা দেওয়া হবে। সেলিমা-এমাজউদ্দীন বৃত্তি-২০২০ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮) সেশনের মো. হাসান আল আজাদ। তিনিও পুরস্কার হিসেবে এককালীন ১২ হাজার টাকা পাবেন।

দিলিপ দাশ গুপ্ত ও প্রতিমা দাশ গুপ্তা বৃত্তি- ২০২০ থেকে দুজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তারা হলেন– ইত্তেহাদুর রহমান, তিনি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। অপরজন মিনহাজ আক্তার। তিনিও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী। বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী কবি সুফিয়া কামাল হলের আবাসিক
হলের শিক্ষার্থী। বৃত্তি হিসেবে তারা এককালীন ১০ হাজার টাকা করে পাবেন।


সর্বশেষ সংবাদ