ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি টিকা পাওয়া যাবে। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে সাত থেকে আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। সাড়ে ১০ কোটি সিনোফার্মার টিকা ডব্লিউএইচও এর মাধ্যমে কিনতে হবে। সেটা অর্ডার দেওয়া হয়েছে। এ ছাড়া চীনের সঙ্গে চুক্তি হয়ে আছে সাড়ে ছয় কোটির।’

 সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণ কমে আসছে, মৃত্যুও কমছে। টিকাদান এখন শহরে বেশি চলছে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাওয়া যাবে। চীন থেকে আরও ১০ লাখ টিকা পাওয়া যাবে।’

আরও পড়ুন: সেপ্টেম্বরে হতে পারে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

সরকার দ্বিতীয় ডোজ টিকার সময়সীমা ১৫ দিন করার চিন্তা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা আর গণটিকা কার্যক্রম চালু করছি না। সেই পরিমাণ টিকা সরকারের হাতে নেই। গণটিকা কথাটাই থাকবে না আর। লম্বা লম্বা লাইন যাতে না হয়, হুড়াহুড়ি করে টিকা নেওয়ার প্রয়োজন নেই।’


সর্বশেষ সংবাদ