প্রশাসনের অনুরোধে চবি শিক্ষকের গাছতলার ক্লাস প্রত্যাহার

শিক্ষকের পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ক্লাস করতে ক্যাম্পাসে চলে আসলেও তা প্রশাসনের অনুরোধে আর হয়নি
শিক্ষকের পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ক্লাস করতে ক্যাম্পাসে চলে আসলেও তা প্রশাসনের অনুরোধে আর হয়নি  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুরোধে পূর্ব ঘোষণা গাছতলার ক্লাস কর্মসূচি প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। পূর্ব ঘোষণা অনুযাযী আজ রোববার (২২ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এ প্রতীকী ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে জড়ো হন বিভিন্ন বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী।

তবে প্রশাসনের অনুরোধে এ প্রতীকী ক্লাস প্রত্যাহার করেছেন মাইদুল ইসলাম। তিনি বলেন, আমার একটা প্রতীকী ক্লাস ছিল। এ ক্লাস না নিতে গতকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাকে মুহুর্মুহু কল দিয়েছেন; যেন ক্লাসটা আমি না নেই।

অধ্যাপক মাইদুল বলেন, ‘‘তারা ‘রিকোয়েস্ট’ করেছেন এবং চিঠিও ইস্যু করেছেন আমার নামে। ফলে আমাকে এই ক্লাসটা স্থগিত করতে হয়েছে।’’

দেখুন: ক্যাম্পাস খোলার দাবিতে বেরোবিতে প্রতীকী ক্লাস

এর আগে, গত বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, আগামী রবিবার সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেব। দীর্ঘ প্রায় ১৮ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার বাস্তবতা অনেক শিক্ষার্থীরই নেই। ছেলেমেয়েদের শিক্ষাজীবন বিলম্বিত ও বিঘ্নিত হচ্ছে। তাদের কর্মজীবনে প্রবেশ বিলম্বিত হচ্ছে। এরকম আরও অসংখ্য কারণ আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার।...

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বর্তমানে করোনায় দেশে প্রায় ১০০-১৫০ বা তার অধিক মানুষ মারা যাচ্ছে। এদিকে আমাদের অনলাইন ক্লাসও চলমান আছে। মাইদুল ইসলাম সশরীরে ক্লাস নেয়ার কথা বলেছেন। তাকে বলা হয়েছে যে, আপনার যদি কোনো ক্লাস বাকি থাকে তাহলে অনলাইনে নিয়ে শেষ করতে পারেন।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর বলেন, কারণ এই মুহূর্তে আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থী বা শিক্ষক সশরীরে ক্লাস নিতে এসে ঝুঁকিতে পড়ুক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছি, সরকার ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সবাই ভ্যাকসিনের আওতায় আসার আগ পর্যন্ত অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য।’


সর্বশেষ সংবাদ